নাকোল ইউনিয়নে মাঝাইল ও রাজধরপুর গ্রামে ।
মাগুরা ঢাকার রোড় বাসস্ট্যাণ্ড থেকে অটোরিক্সা, বাস যোগে( ২৫) টাকা ভাড়া প্রদান করে ওয়াপদা মোড় নামতে হবে । ওয়াপদা মোড় থেকে ভ্যান অথবা অটোরিক্সা যোগে (৫) টাকা ভাড়া প্রদান করে গড়াই সেতুতে যেতে হবে ।
0
ঐতিহ্যবাহী গড়াই নদী গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখানদী হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী।গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরিপুর ইউনিয়নে প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছেকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন গড়াই-পদ্মা নদীর গোড়াই নদীর চর নূতন ধানের আঁচল জড়ায়ে ভাসিছে জলের পর একখানা যেন সবুজ স্বপন একখানা যেন মেঘ আকাশ হইতে ধরায় নামিয়া ভুলিয়াছে গতিবেগ ... ... ... ... দুপুরের রোদে আগুন জ্বালিয়া খেলায় নদীর চর দমকা বাতাসে বালুর ধূম্র উড়িছে নিরন্তর রাতের বেলায় আঁধারের কোলে ঘুমায় নদীর চর জোনাকি মেয়েরা স্বপনের দীপ দোলায় বুকের পরতীরে । তার লেখায় বহুবার এ নদী দুটির প্রসঙ্গ এসেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস