রূপ বৈচিত্রময় গড়াই নদীর তীরে গড়ে উঠা শ্রীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ নাকোল ইউনিয়ন ।কাল জয়ী নাকেল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। আধুনিক বিজ্ঞানসহ তথ্য প্রযুক্তি নাকোলের চার পাশে ছড়িয়ে রয়েছে ।
৮নং নাকোল ইউনিয়ন পরিষদ।
শ্রীপুর,মাগুরা ।
উল্লেখ যোগ্য বিষয়
দেশ বরেন্য সা রে গা মা র উদ্ভাবক সংগীত বিশেষঙ্গ
মরহুম ওস্তাদ মুন্সী রইচ উদ্দিন,
এক নজরে নাকোল ইসলামিক রেনেসা কবি ফরূরক আহেমদ ।
ডাক্তার, বিশেষঙ্গ, অগনিত , অগনিত উচ্চশিক্ষাবিদ এর জন্মমাটি এই নাকোলেই।
ক) আয়তন –২৫ .০ (বর্গ কিঃ মিঃ)
খ) লোকসংখ্যা – ২৫৩৮০ জন (প্রায়)
(২০১২ সালের অন লইন অনুযায়ী)
গ) গ্রামের সংখ্যা – ২০ টি।
ঘ) মৌজার সংখ্যা – ১৩ টি।
ঙ) হাট/বাজার সংখ্যা -২ টি।
চ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –
শ্রীপুর উপজেল থেকে বাসে উঠে নাকোল ইউনিয়ন পরিষদ পয়র্র্ন্ত ভাড়া নিবে ১৮/= টাকা ।
ছ) শিক্ষার হার – ৭৬/। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
মহাবিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা-২ টি (দাখিল)।
মাধ্যমিক বিদ্যালয় ৪ টি ।
জ) চলতি দায়িত্বে চেয়ারম্যান –জনাব মো:শাহাজাহান মিয়া (দুই বার নির্বচিত )
ঝ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।(হাজরতলা শংকর বেদান্ত মঠ ও মিশন)
ঞ) ঐতিহাসিক/পর্যটন স্থান – ৪ (চার)টি ।(নাকোল কমলাপুর খেয়া ঘাট,গড়াই সেতু,হাজরাতলা মঠ মিশন ও বরালিদহ মরহুম রবীন্দ্রনাথ ভৈমিক এর বাড়ী)
ট) ইউপি ভবন স্থাপন কাল – ৩০/০৬/১৯৮৪ইং।
ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০৮/২০১১ ইং
২) প্রথম সভার তারিখ – ০৯/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৮/০৮/২০১৬ইং
ড) গ্রাম সমূহের নাম –
নাকোল ২টি (পুর্ব ও পঃ) রায়নগের ২টি (পুর্ব ও পঃ)
মাঝাইল মান্দার তলা
বরালিদহা ২টি (পুর্ব ও পঃ) জ্যোত শ্রীপুর
দেবীনগর শ্রীপুর
শ্রীপুর হুদা মধুপুর
শাপলগাছা হাজরাতলা
আদর্শ গ্রাম কাউড়েডাঙ্গা
বটিয়াখালী গোয়ালবাড়ী
রাজধরপুর
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান ও মেম্বার – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৪)তথ্য ও সেবা কেন্দ্রর কর্মী ২(দুই) জন।
৫) গ্রাম আদলত কর্মী ২(দুই) জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস